রাক্বী হিজবুল্লাহ – মাথার বিশেষ চিকিৎসা (মিশ্রণ)
উপকরণ
৪ টেবিল চামচ গুঁড়া করা মেহেদি পাতা
৪ টেবিল চামচ গুঁড়া করা বড়ই পাতা
২ টেবিল চামচ গুঁড়া করা কালোজিরা
৩ টেবিল চামচ রুকইয়াহ করা গোলাপ জল
ব্যবহারবিধি
1. উপরোক্ত উপকরণগুলো রুকইয়াহ করা ঠান্ডা গোলাপ জলে মিশাতে হবে।
যদি গোলাপ জল না পাওয়া যায়, তবে রুকইয়াহ করা ঠান্ডা পানি ব্যবহার করতে হবে।
2. মিশ্রণটি মাথায় লাগাতে হবে এবং মাথার তালুতে (scalp) ভালোভাবে মালিশ করতে হবে।
3. মাথায় ব্যথার স্থানে মিশ্রণটি লাগিয়ে একটি তোয়ালে বা কাপড় দিয়ে মুড়ে রাখতে হবে।
4. মিশ্রণটি মাথায় রাখার সময় Raqi Hijbullah- এর “মস্তিষ্ক পরিশোধন রুকইয়াহ” শুনতে হবে।
5. মিশ্রণটি মাথায় তিন ঘণ্টা রাখতে হবে, তারপর ধুয়ে ফেলতে হবে।
চাইলে ঘুমানোর আগে লাগিয়ে রেখে সকালে ধুয়ে ফেলা যাবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ
ব্যবহারের আগে মাথা গরম পানিতে ধুয়ে নিতে হবে অথবা দশ মিনিটের জন্য গরম তোয়ালে মাথায় চাপা দিতে হবে, যাতে ছিদ্রগুলো খুলে যায়।